আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে পাকাপোক্ত গণতন্ত্র প্রতিষ্ঠা ও আগামী নির্বাচনের জন্য শক্ত দাবি জানিয়েছেন। বক্তব্যে তিনি বলেন, আজ ১৫ সেপ্টেম্বর ‘আন্তর্জাতিক গণতন্ত্র দিবস’। গণতন্ত্র হলো সমতা, আইনের শাসন, নাগরিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার ভিত্তি। গণতন্ত্রহীন অবস্থায় আইনের শাসন, মানবাধিকার ও বাকস্বাধীনতা অনুপস্থিত থাকে। তিনি অভিযোগ করেন, গত ১৭ বছরে ‘ফ্যাসিবাদী’ শাসন গণতন্ত্রকে ধ্বংস করেছে এবং মানুষ ভোটাধিকারের, ন্যায়বিচার, সামাজিক সুরক্ষা ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে। গোলাম পরওয়ার আরও দাবি করেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান দেশকে গণতন্ত্র প্রতিষ্ঠার এক ইতিহাসিক সুযোগ এনে দিয়েছে এবং তা হাতছাড়া করা যাবে না। তিনি বলেন, দল-মতের ঊর্ধ্বে উঠে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বিবৃতিতে জামায়াতে ইসলামী...