গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার আদমপুর বাজারে একজন ভুয়া চিকিৎসককে হাতে-নাতে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। দীর্ঘদিন ধরে চিকিৎসা কার্যক্রম চালিয়ে আসা রেজাউল করিম নামের এই ব্যক্তিকে আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) এক আকস্মিক অভিযানে ধরা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার আহমেদ রেজাউল করিমকে তিন মাসের কারাদণ্ড এবং এক লক্ষ টাকা জরিমানা করেছেন। একই সঙ্গে তাঁর ক্লিনিকটি সিলগালা করার নির্দেশ দেওয়া হয়েছে। আটক করার সময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন এবং ড্রাগ সুপার বিথী রানী মণ্ডল। জানা গেছে, রেজাউল করিমের কোনো ধরনের চিকিৎসাবিষয়ক শিক্ষা বা প্রশিক্ষণ নেই। এরপরও তিনি নিজের নামের আগে ‘ডাক্তার’ পদবি ব্যবহার করে প্রেসক্রিপশন লিখতেন। শুধু তা-ই নয়, তিনি তাঁর ক্লিনিকে রোগী ভর্তি করে অস্ত্রোপচারও করতেন। অভিযানকালে কর্তৃপক্ষ তাঁর অস্বাস্থ্যকর...