ম্যানচেস্টার ডার্বিতে সিটির জয়ে দ্যুতিময় পারফরম্যান্সে আপন রূপে ফেরার আভাস দিয়েছেন ফিল ফোডেন। ম্যাচের শুরুতে দলকে এগিয়ে নেওয়ার পর সতীর্থের গোলেও ভুমিকা রেখেছেন এই ইংলিশ মিডফিল্ডার। অনেক দিন পর তার এমন পারফরম্যান্স দেখে কোচ পেপ গুয়ার্দিওলাও খুব খুশি। আগের দুই ম্যাচে হারের ধাক্কা সামলে, ইতিহাদ স্টেডিয়ামে রোববার ম্যানচেস্টার ইউনাইটেডকে ৩-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। নতুন মৌসুমে দলের প্রথম তিন ম্যাচের একটিতে বদলি নেমে মাত্র ১৫ মিনিট খেলতে পারা ফোডেনকে আবার সেরা অবস্থায় দেখার প্রত্যাশার কথা ডার্বি ম্যাচটির আগেই বলেছিলেন গুয়ার্দিওলা। এরপর, নিজেকে মেলে ধরতে একটুও দেরি করলেন না ২৫ বছর বয়সী তারকা। ডার্বিতে শুরুর একাদশে ফিরেই সুযোগটা দারুণভাবে কাজে লাগান ফোডেন। ম্যাচের ১৮তম মিনিটে জেরেমি ডোকুর ডি-বক্সে বাড়ানো ক্রসে হেড করে দলকে এগিয়ে নেন তিনি। আর ৫৩তম মিনিটে ফোডেনের বাড়ানো...