গাইবান্ধার পলাশবাড়ীতে বিয়ের ২৫ বছর পর স্ত্রী পালিয়ে গেছেন অন্যের সঙ্গে। এরপর তিন মাস অপেক্ষা করে সেই স্ত্রীকে তালাক দিয়ে মনের কষ্টে দুধ দিয়ে গোসল করেছেন এক কৃষক। এমনই ঘটনা ঘটেছে উপজেলার পবনাপুর ইউনিয়নের বরকতপুর গ্রামে। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে ওই গ্রামের দুলা ফারাজির ছেলে লিটন ফারাজি (৪৫) প্রায় এক মণ দুধ দিয়ে গোসল করেন। লিটন ফারাজি পেশায় একজন কৃষক। তার দুই ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। বড় ছেলে বিয়ে করেছেন। লিটন ফারাজি বলেন, ‘প্রায় ২৫ বছর আগে পারিবারিকভাবে পার্শ্ববর্তী গ্রামের লাভলী আক্তারকে বিয়ে করেছিলাম। সংসার করছিলাম অনেক স্বপ্ন নিয়ে। কখনো ভাবিনি সে আমাকে ছেড়ে চলে যাবে!’ তিনি আরও বলেন, ‘কয়েক বছর ধরে স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহ...