খোঁজ নিয়ে জানা গেছে, শনিবার দিবাগত রাতে নবকলস গ্রামের রাজমিস্ত্রী হাবিব উল্লাহ, সোবহানে, উত্তর নলুয়া গ্রামের সুশীল,বাশার বেপারীর ঘরে সিঁধেল চুরির ঘটনা ঘটেছে। এছাড়া একই রাতে মোবারকদী গ্রামের লোকমান গাজী,আবুল হাসেম প্রধানীয়া,জয়দল গাজী ও মাস্টার বাড়ীর খালেকের ঘরে সিঁধেল চুরি হয়। স্থানীয় এলাকাবাসী ও ক্ষতিগ্রস্তরা জানান, সিঁধেল চোররা ‘সিঁধকাঠি’ নামে এক ধরনের শাবল বা খুন্তির মতো দণ্ড ব্যবহার করে সুরঙ্গ করে ঘরের ভিতরে ঢুকে মোবাইল ফোন, স্বর্ণের চেইন, নগদ টাকা চুরি করে নিয়ে যায় । নবকলস গ্রামের সুশীল বলেন,তার ঘরের দুটি জায়গা সুরঙ্গ করে ভিতরে ডুকে মোবাইল ফোন ও বেশ কিছু পোষাক নিয়ে গেছে। একাধিক ব্যক্তি জানান, মাদক ব্যবসায়ী ও সেবনকারীরা গভীর রাত পর্যন্ত রাস্তার আনাচে কানাচে ঘুরাঘুরি করে। এ চুরির ঘটনার সাথে তারাই জড়িত থাকতে পারে বলে অভিযোগ স্থানীয়...