বিশ্বখ্যাত কফি ব্র্যান্ড স্টারবাকসের বিরুদ্ধে ট্রেডমার্ক মামলায় জয় পেয়েছে পাকিস্তানের করাচিভিত্তিক ‘সাত্তারবাকস’ নামের একটি ক্যাফে। আদালতের এই রায়কে স্থানীয় সৃজনশীলতার একটি বড় বিজয় হিসেবে দেখছেন অনেকেই। শনিবার (১৩ সেপ্টেম্বর) প্রকাশিত একটি প্রতিবেদনে গালফ নিউজ জানিয়েছে, স্টারবাকসের সঙ্গে মিল থাকা নাম ও লোগো নিয়ে শুরু থেকেই বিতর্ক তৈরি হয় অনলাইনে। অনেকেই এটি ব্যঙ্গাত্মক মনে করলেও, বিষয়টি শেষ পর্যন্ত আইনি লড়াইয়ে গড়ায়। যদিও মামলার সময় পাকিস্তানে স্টারবাকসের কোনো অফিসিয়াল আউটলেট ছিল না। ২০১৩ সালে চালু হওয়া সাত্তারবাকশ কেবল কফির জন্য নয়, বরং এর ব্যতিক্রমধর্মী ও মজার ব্র্যান্ডিংয়ের জন্যই বেশি পরিচিত। ক্যাফেটির গোলাকার সবুজ লোগোতে একটি গোঁফওয়ালা পুরুষের ছবি রয়েছে, যা অনেকের কাছে স্টারবাকসের বিখ্যাত ‘মারমেইড’ লোগোর মজার সংস্করণ মনে হয়েছে। স্টারবাকস অভিযোগ তোলে যে, সাত্তারবাকশের ব্র্যান্ডিং গ্রাহকদের বিভ্রান্ত করতে পারে এবং স্টারবাকসের...