‘ছাগলকাণ্ডে’ আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমান ও তার প্রথম স্ত্রী নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান লায়লা কানিজকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ২টা ৪০ মিনিটের দিকে মতিউর রহমান ও লায়লা কানিজকে কারাগার থেকে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আনা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপসহকারী পরিচালক সাবিকুন নাহার তাদের জিজ্ঞাসাবাদ করেন। এ বিষয়ে এক সংবাদ সম্মেলনে দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বলেন, মতিউর ও লায়লা মামলার এজাহারভুক্ত আসামি। তাদের দুজনকে এক দিনের রিমান্ড শেষে জিজ্ঞাসাবাদের জন্য দুদকে আনা হয়েছে। তদন্তকারী কর্মকর্তা যদি মনে করেন, তাহলে তাদের নতুন করে রিমান্ড আবেদন করবেন।...