পানছড়ি হাসপাতাল পরিদর্শনে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি। খাগড়াছড়ি:খাগড়াছড়ির পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনুতোষ চাকমা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা নাসরিনসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ তাকে স্বাগত জানান।পরিদর্শনকালে ডা. অনুতোষ চাকমা হাসপাতালের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে ব্রিটিশ হাইকমিশনারকে অবহিত করেন এবং বিভিন্ন বিভাগ ঘুরিয়ে দেখান। সারাহ কুক গাইনি বিভাগ ও বায়ো-টেস্ট রুমে সরেজমিন ঘুরে কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। ব্রিটিশ সরকারের সহায়তায় সরবরাহকৃত উপকরণের যথাযথ ব্যবহার দেখে তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।হাসপাতাল পরিদর্শন শেষে হাইকমিশনার রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময়...