ক্যারিয়ারে নানা চরিত্রে অভিনয় করতে গিয়ে একজন শিল্পীর নানা অভিজ্ঞতা হয়। কিন্তু শুটিংয়ে দর্শক যে একেবারেই চিনতে পারবেন না, চাইলেই ভিক্ষা দেবেন, সেটা কখনোই ভাবেননি অভিনেতা নাসির উদ্দিন খান। তেমন একটি ঘটনাই তাঁর সঙ্গে ঘটেছিল ফার্মগেটে ওয়েব ফিল্মের শুটিংয়ে। কখনো গ্যাংস্টার, কখনো সিরিয়াল কিলার, কখনো স্থানীয় প্রভাবশালী ব্যক্তিসহ নানা বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে আলোচিত হয়েছেন নাসির উদ্দিন খান। বিশেষ করে ওটিটি জগতে তিনি ‘অ্যালেন স্বপন’ নামে পরিচিতি পেয়েছেন। তবে এবারই প্রথম তাঁকে ভিক্ষুকের চরিত্রে দেখা গেছে। চরিত্রের সাজসজ্জা এতটাই নিখুঁত ছিল যে দর্শকদের অনেকে মনে করেছিলেন তিনি সত্যিকারের ভিক্ষুক। সম্প্রতি নাসির উদ্দিন খান এক সাক্ষাৎকারে জানিয়েছেন, বাজেট কম থাকায় বড় পরিসরে আয়োজন করে কাজটি করা সম্ভব ছিল না। আবার জনসমাগম বেশি এমন জায়গায় শুটিং করতে গেলে পথচারীরা ভিড় করেন, ঘিরে...