বর্তমানে সব জায়গায় ছড়িয়ে পড়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। বড় প্রযুক্তি কোম্পানগুলোর প্রধানরাও এআই পছন্দ করছেন। বিশ্ব বাজারের বিভিন্ন ক্ষেত্রে, যেমন শিক্ষা, স্বাস্থ্যসেবা ও বিনোদন জগতে ক্রমাগত প্রভাব ফেলছে এ প্রযুক্তি। পরামর্শক প্রতিষ্ঠান ‘পিডব্লিউসি’-এর মতে, ২০৩০ সালের মধ্যে বিশ্ব অর্থনীতিতে প্রায় ১৫ দশমিক সাত ট্রিলিয়ন ডলার অবদান রাখতে পারে এআই। মার্কিন চিপ নিমার্তা এনভিডিয়ার জেনসেন হুয়াং থেকে শুরু করে, চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআইয়ের স্যাম অল্টম্যান, মাইক্রোসফটের সাত্যিয়া নাদেলা ও আইফোন নির্মাতা কোম্পানি অ্যাপল প্রধান টিম কুক পর্যন্ত প্রযুক্তি সিইওরা কীভাবে তাদের প্রতিদিনের জীবনে এআই ব্যবহার করছেন তা উঠে এসেছে বিজনেস ইনসাইডারের সাম্প্রতিক এক প্রতিবেদনে– কৃত্রিম বুদ্ধিমত্তায় শুরুতেই বড় ধরনের বিনিয়োগ করেছে মার্কিন সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। ২০২৩ সালে নিজেদের এআই অ্যাসিস্ট্যান্ট ‘কোপাইলট’ চালু করেছে তারা। ২০২৪ সালে চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআইয়ের সঙ্গে এক...