পুঁজিবাজার ডেস্ক:আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৪০২টি কোম্পানির ২১ কোটি ৯৬ লক্ষ ১১ হাজার ৯৯৫টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৭০৬ কোটি ৩২ লাখ ৫৬ হাজার ৫৫ টাকা। ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ৬.৩৭ পয়েন্ট বেড়ে ৫৪৭৪.৭২ ডিএস-৩০ মূল্য সূচক ৬.০০ পয়েন্টৎ বেড়ে ২১৩৫.০৪ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ০.৯৭ পয়েন্ট বেড়ে ১১৮৬.৩৭ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৭টির, কমেছে ১৯৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৬টি কোম্পানীর শেয়ার। লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- ট্যাকনো ড্রাগস, খান ব্রাদার্স পিপি, সামিট এলায়েন্স পোর্ট, এশিয়াটিক ল্যাব্রেটোরিজ, মিডল্যান্ড ব্যাংক, রবি আজিয়াটা, প্যারামাউন্ট টেক্সটাইল, ডমিনেজ স্টীল, ফাইন ফুডস ও এস আলম কোল্ড রোল্ড। দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি...