১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫০ পিএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৬ পিএম খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) রিসার্চ এন্ড ইনোভেশন সেন্টারের অর্থায়নে পরিচালিত ‘নাগরিক-জীবনে লোকসংস্কৃতির প্রভাব: খুলনা মহানগর’ শীর্ষক গবেষণা প্রকল্পের ফলভিত্তিক চূড়ান্ত সেমিনার সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারে আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারুনর রশীদ খান। এ সময় তিনি বলেন, প্রযুক্তির উন্নয়নের সঙ্গে সঙ্গে শিল্প, সাহিত্য ও সংস্কৃতিরও সমানতালে উন্নতি সাধন করতে হবে। তরুণ সমাজের মধ্যে শিল্প-সংস্কৃতির প্রতি আগ্রহ জাগ্রত করা জরুরি। কেন তারা এ ক্ষেত্রে অনাগ্রহী হচ্ছে, সে বিষয়েও গবেষণা হওয়া প্রয়োজন। জাতির সামগ্রিক অগ্রগতি নিশ্চিত করতে বিজ্ঞান, শিল্প, সাহিত্য ও সংস্কৃতির সমন্বিত বিকাশ অপরিহার্য। পৃথিবীর প্রাচীন সভ্যতাগুলো প্রযুক্তির পাশাপাশি সংস্কৃতির ক্ষেত্রেও এগিয়ে ছিল। তাই গবেষণার মাধ্যমে শিল্প-সংস্কৃতিকে জাগ্রত...