ডাকসুর কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন কসবার ইমরান হোসাইন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী। তিনি ইসলামী ছাত্রশিবিরের সমর্থিত প্যানেল থেকে নির্বাচিত হন। তার প্রাপ্ত ভোটের সংখ্যা ছয় হাজার ২৫৬। তিনি উপজেলার বায়েক ইউনিয়নের কোনাঘাটা গ্রামের শামসু মিয়ার ছেলে। এ ছাড়া সংস্কৃত বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী শিমু আক্তার হল সংসদ নির্বাচনে কবি সুফিয়া কামাল হলে সর্বোচ্চ এক হাজার ৬৫৫ ভোট পেয়ে সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে নির্বাচিত হয়েছেন। তিনি কুটি ইউনিয়নের জাজিয়ারা গ্রামের মো. আতিকুর রহমানের মেয়ে। অপরদিকে, দর্শন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মোজাম্মেল হক ঢাবির স্যার সলিমুল্লাহ মুসলিম হল সংসদ নির্বাচনে ১৯৪ ভোট পেয়ে সমাজসেবা সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। তিনি উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের গণকমোড়া গ্রামের আবু হানিফের ছেলে। তিনি জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে বিজয়ী...