দলের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ জানান, ঢাকা মেডিকেল তার নাকের অপারেশনের বিষয়ে জানিয়েছে এই মূহুর্তে ঝুকিপূর্ণ। কিন্তু নুরুল হক নুরের ব্যক্তিগত চিকিৎসক এখনই অপরাশেন করতে পারলে ভালো হয় এল জানিয়েছেন। এজন্য আজকে রাতে কয়েকজন ডাক্তারের সঙ্গে কথা বলে অপারেশনের বিষয়ে সিদ্ধান্ত নিবেন। আর ডান পাশের মেগজিলায় আঘাত প্রাপ্ত হয়েছিলেন। সেখানেও অবশ হয়ে আছে, সেখানেও একটা অপারেশন করা লাগবে।তিনি জানান, তার ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শ করে আজকে রাতে অন্য প্রাইভেট হাসপাতালে ভর্তি হবেন নুর। পরবর্তীতে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বিদেশে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবেন তিনি।এদিকে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে গতকাল ৪৮ ঘণ্টা সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। অন্যথায় সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ঘেরাও কর্মসূচি পালন করার হুঁশিয়ারি দেয়...