নেপালে চলমান ‘জেন-জি’ আন্দোলনের অস্থিরতার মধ্যে বিভিন্ন কারাগার থেকে বহু বন্দি পালিয়েছে। দেশটির কারা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, স্বেচ্ছায় ফেরত না এলে তাদের ধরতে বড় ধরনের অভিযান চালানো হবে। কারাগার ব্যবস্থাপনা বিভাগের মহাপরিচালক চমেন্দ্র ন্যুপানের হিসেবে, রোববার রাত পর্যন্ত প্রায় এগারো হাজার বন্দি এখনো পলাতক। প্রশাসনের পক্ষ থেকে গত শুক্রবারের মধ্যে স্বেচ্ছায় ফিরে আসার জন্য বন্দিদের আহ্বান জানানো হয়েছিল। এরপর অল্প কয়েকজন নিজেরাই ফিরেছেন এবং কয়েকজনকে পুলিশও ধরেছে। কিন্তু পালিয়ে যাওয়া বেশিরভাগ বন্দি এখনও কোনো কারাগার বা কিশোর সংশোধনাগারে ফেরেননি। ন্যুপানে জানান, “যারা স্বেচ্ছায় ফিরছে না, তাদের দ্রুত গ্রেপ্তার করা হবে।” তিনি আরও বলেন, পালিয়ে যাওয়া বন্দিদের তালিকা পুলিশ সদর দপ্তর এবং অভিবাসন দপ্তরে পাঠানো হয়েছে, যাতে তারা সীমান্ত পেরোতে না পারে। সীমান্ত এলাকাতেও নজরদারি জোরদার করা হয়েছে। ভারত-নেপাল উন্মুক্ত...