১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩০ পিএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩০ পিএম প্রখ্যাত অস্কার বিজয়ী অভিনেতা হাভিয়ের বারদেম এবারের এমি অ্যাওয়ার্ডসের রেড কার্পেটে ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে গলায় কেফিয়াহ স্কার্ফ পরেন। তিনি জানান, এমন কারও সঙ্গে কাজ করবেন না যারা গণহত্যাকে সমর্থন বা বৈধতা দেয়। এমি প্রদানের আগের সপ্তাহে প্রায় ৩ হাজার ৯০০ চলচ্চিত্র কর্মী ‘ফিল্ম ওয়ার্কার্স ফর প্যালেস্টাইন’-এর খোলা অঙ্গীকারপত্রে স্বাক্ষর করেন। যেখানে ইসরায়েলি প্রতিষ্ঠান বয়কটের প্রতিশ্রুতি দেওয়া হয়। এর প্রতিক্রিয়ায় প্যারামাউন্ট বয়কটের বিরোধিতা করে বিবৃতি দিলেও, বারদেম পরিষ্কার করেন 'এটি কারও জাতীয়তার বিরুদ্ধে নয়, বরং প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে যারা বর্ণবাদ ও গণহত্যাকে সমর্থন করে।' ইসরায়েল বয়কট আন্দোলনে ইয়র্গোস ল্যান্থিমোস, এমা স্টোন, অলিভিয়া কোলম্যান, মার্ক রাফেলো, টিল্ডা সুইনটন, জো অ্যালউইনসহ বহু শিল্পী-নির্মাতা স্বাক্ষর করেছেন। পরবর্তীতে হোয়াকিন ফিনিক্স, অ্যান্ড্রু গারফিল্ড, নিকোলা...