নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় মানব পাচারকারী সন্দেহে চীনা নাগরিকসহ দুইজনকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। এ সময় তিন তরুণীকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার কমলপুর এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানান নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুল ইসলাম। আটকরা হলেন- চীনা নাগরিক লি উই হাও (৩০) এবং তার সহযোগী কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সুখদেব পশ্চিমপাড়ার প্রয়াত আব্দুল হানিফ মিয়ার ছেলে মো. ফরিদুল ইসলাম (৩২)। উদ্ধার হওয়া কিশোরী ও তরুণীদের বয়স ১৭ থেকে ২০ বছরের মধ্যে। তাদের মধ্যে দুইজন কেন্দুয়া এবং অন্যজন মেলান্দহ উপজেলার বাসিন্দা। তাদের মধ্যে একজন ঢাকায় পোশাক কারখানায় কাজ করেন। অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুল ইসলাম বলেন, “১ সেপ্টেম্বর ১৮ বছরের এক পোশাককর্মীকে বিয়ে করেন চীনা নাগরিক লি। আগামী ২০ সেপ্টেম্বর তাদের চীনে যাওয়ার কথা। তবে চীন যাওয়ার আগে...