হতদরিদ্র মানুষের মাঝে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি। ঝালকাঠি:ঝালকাঠির রাজাপুর উপজেলায় হতদরিদ্র মানুষের মাঝে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ করা হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার ৬টি ইউনিয়নের বিভিন্ন স্থানে ১৫ টাকা কেজি দরে এ চাল বিতরণ করা হয়। উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কার্যালয়ের আওতায় ডিলার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এই কার্যক্রম শুরু হয়। গত ১৮ আগস্ট উপজেলা পরিষদ সভাকক্ষে উন্মুক্ত লটারির মাধ্যমে ডিলার নিয়োগ দেওয়া হয়। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের উপস্থিতিতে স্বচ্ছ ও নিয়মতান্ত্রিকভাবে নিয়োগ সম্পন্ন হয় বলে জানান সংশ্লিষ্টরা।তবে সম্প্রতি কিছু মহল সামাজিক যোগাযোগমাধ্যমে খাদ্যবান্ধব কর্মসূচি নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দিচ্ছে বলে অভিযোগ করেছেন সাতুরিয়া ইউনিয়নের ডিলার মো. নাসির উদ্দীন। তিনি বলেন, “পুরুষ ও নারীদের জন্য আলাদা লাইনে...