তিস্তা ও ধরলা নদীর শতাধিক চরের মানুষ কাটাচ্ছে আতঙ্ক আর নির্ঘুম রাত। রাতে হু হু করে পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হলেও ভোরের আলো ফুটতেই তা কমতে থাকে। স্থানীয়দের অভিযোগ, এ পরিস্থিতির নেপথ্যে রয়েছে ভারতের গজলডোবা ব্যারেজের পানি ব্যবস্থাপনার কারসাজি। লালমনিরহাট জেলার দুই পাশ বেয়ে প্রবাহিত তিস্তা ও ধরলা নদী উজানের পাহাড়ি ঢল আর ভারী বর্ষণে অস্বাভাবিক আচরণ করছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৬টায় পানি উন্নয়ন বোর্ডের রেকর্ড অনুযায়ী তিস্তা নদীর পানি বিপদসীমার ৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হলেও সকাল ৯টায় তা নেমে আসে ১ সেন্টিমিটার নিচে। দুপুরে ৫ সেন্টিমিটার এবং বিকালে ১১ সেন্টিমিটার নিচে নেমে যায়। তবে বিকেলের পর ভারত গজলডোবা ব্যারেজ থেকে পানি ছাড়লে নদী আবার অগ্নিমূর্তি ধারণ করে। মহিষখোচা চরবাসী মোখলেছ উদ্দিন বলেন, রবিবার রাতভর এক মুহূর্ত...