জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হল সংসদ নির্বাচনের ফল প্রকাশ করা হয়েছে, যেখানে মিশ্র ফলাফল দেখা গেছে। শনিবার রাতে জাকসু নির্বাচনের ফলাফল ঘোষণার সময়ই হলগুলোর ফলাফল ঘোষণা করেছিলেন সংশ্লিষ্ট হলের নির্বাচনি কর্মকর্তারা। কিন্তু সেদিন সেই ফলাফলের আনুষ্ঠানিক কাগজপত্র সংবাদকর্মীদের সরবরাহ করা হয়নি। রোববার গভীর রাতে ফলাফল সংবাদকর্মীদের সরবরাহ করা হয়। কয়েকটি হলে সম্পাদকীয় পদে ভোটের হেরফের হওয়ার কারণে তা সংশোধন করে পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশে কিছুটা দেরি হয় বলে কর্তৃপক্ষের ভাষ্য। প্রায় ৩৩ বছর পর বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় জাকসু ও হল সংসদ নির্বাচন। ফল ঘোষণা শুরু হয় শনিবার বিকালে; ভোটগ্রহণ শেষ হওয়ার প্রায় ৪৮ ঘণ্টা পর। ১২ হাজার শিক্ষার্থীর এই ক্যাম্পাসে প্রায় ৬৮ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। জাকসুর ফল বিশ্লেষণে দেখা যায়, ১৯টি সম্পাদকীয় পদের মধ্যে ১৫টিতে বিজয়ী হয়েছেন ‘সমন্বিত শিক্ষার্থী জোট’...