বাংলাদেশের রাজনীতির ইতিহাস যেন এক নাট্যমঞ্চ। এখানে নির্বাচনের মাঠে কখনো বিজয়ীর উল্লাস, কখনো পরাজিতের হাহাকার, কখনো আবার ভোটের মাঠ ফাঁকা পড়ে থেকেছে। অথচ আমরা যে দেশ স্বাধীন করেছিলাম, তার মূল ভিত্তি ছিল ভোটাধিকার ও গণতন্ত্রের চর্চা। সেই মুক্তির চেতনায় আমরা চেয়েছিলাম এমন এক রাষ্ট্র, যেখানে প্রতিটি নাগরিকের ভোট হবে মূল্যবান, প্রতিটি অঞ্চলের কণ্ঠস্বর শোনা যাবে, প্রতিটি মতের প্রতিফলন ঘটবে সংসদে। কিন্তু রাজনীতিতে গণমানুষের সেই আশা পূরণ হয়নি। বাংলাদেশের রাজনীতির আকাশে বহুবার কালো মেঘ দেখা গিয়েছিল। কখনো সামরিক শাসনের কালো ছায়া, কখনো একদলীয় প্রভাবের ভারী হাত। কখনো আবার ভোটের মাঠে অন্ধকারের জাল। বর্তমান নির্বাচনী পদ্ধতি ফার্স্ট পাস্ট দ্য পোস্ট (এফপিটিপি) এটি প্রকৃতপক্ষে সংখ্যাগরিষ্ঠের নামে এক ধরনের সংখ্যালঘুর শাসন কায়েম করে রেখেছে। এতে দেখা যায়, একেকটি দল জাতীয়ভাবে সমান ভোট পেলেও সংসদে...