গুলিশাখালি ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচিতে চাল বিক্রির দায়িত্বে ছিলেন বর্তমান ডিলার মো. ইলিয়াস মিয়া, তবে প্রকৃত ব্যবস্থাপনা করছিলেন তার বাবা এবং সাবেক ডিলার গোলাম মস্তোফা শরিফ। স্থানীয়রা অভিযোগ করেন, বিশেষ খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় প্রতি কেজিতে ১৫ টাকায় চাল বিক্রি করার জন্য মো. ইলিয়াস মিয়াকে ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে ইলিয়াস মিয়া নিজের নামে ডিলারশিপ না পেয়ে ছেলের নামে নিয়োগ আনে এবং স্বয়ং তিনি কার্যক্রম পরিচালনা করেন। সুবিধাভোগীরা জানান, প্রতি ৩০ কেজির চালের বস্তায় ১–২ কেজি কম দেওয়া হয়। একাধিক সুবিধাভোগী নাম প্রকাশ না করার শর্তে জানায়, বছরের পর বছর চাল দিয়ে আসছি। যেমন দেয়, তেমনি নিয়ে যাই। কিছু বললেও কিছু হয় না। মস্তোফা শরিফের ক্ষমতা অনেক; তার ভাই সাবেক চেয়ারম্যান ও সাবেক আওয়ামী লীগের সভাপতি ছিলেন। আজ বেলা ১১টা ৩৬...