তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১৫ সেপ্টেম্বর মধ্যরাত কোস্টগার্ডের একটি অভিযাবিক দল সুন্দরবনের অংটিআরা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে একজন হরিণ শিকারী কে আটক করা হয়। ওই সময় তার কাছ থেকে ১০৩ কেজি হরিণের মাংস, ১টি হরিণের মাথা এবং প্রায় ৩০০ মিটার দীর্ঘ হরিণ শিকারের ফাঁদ জব্দ করা হয়। আটক হরিণ শিকারী খুলনার কয়রা উপজেলার আশরাফ আলীর ছেলে মো: মিজানুর রহমান। জব্দকৃত হরিণের মাংস...