রাশিয়ার ব্যাপক আক্রমণ শুরু হওয়ার পর থেকে ইউক্রেনে গুচ্ছ বোমা হামলায় ১ হাজার ২শ’ জনেরও বেশি বেসামরিক লোক হতাহত হয়েছে বলে জানা গেছে। সোমবার একটি পর্যবেক্ষক সংস্থার বরাত দিয়ে জেনেভা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। ক্লাস্টার মিউনিশন কোয়ালিশন (সিএমসি) তার বার্ষিক প্রতিবেদনে জানিয়েছে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া তার পশ্চিমা প্রতিবেশীর ওপর অভিযান সম্প্রসারণের পর থেকে এক বছরে ইউক্রেনে গুচ্ছ বোমা হামলায় সর্বোচ্চ সংখ্যক হতাহতের ঘটনা রেকর্ড করেছে। রাশিয়া যুদ্ধের প্রথম দিন থেকেই ব্যাপকভাবে নিষিদ্ধ অস্ত্রগুলো ‘ব্যাপকভাবে’ ব্যবহার করেছে।বার্ষিক ওই প্রতিবেদনে বলা হয়েছে যে ইউক্রেনও অস্ত্রগুলো ব্যবহার করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে বিশ্বব্যাপী ৩১৪টির মধ্যে ইউক্রেনে কমপক্ষে ১৯৩টি ক্লাস্টার অস্ত্রের হতাহতের ঘটনা রেকর্ড করা হয়েছেযুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইউক্রেনে মোট এক হাজার ২শ’ জনেরও বেশি ক্লাস্টার অস্ত্রের...