নিজস্ব প্রতিবেদক: জনপ্রিয় অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন ফের সোশ্যাল মিডিয়ায় আলোচনায়। এবার নেপালের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ঘিরে একটি ফেসবুক পোস্টে শ্লেষ করে মন্তব্য করেছেন তিনি। পোস্টে শাওন লেখেন,“নেপালের এই অন্তর্বর্তী সরকারকে মেনে নিতে পারছি না। সরকার প্রধান সুশীলা কার্কি নেপালের বিপ্লবকে 'পরিকল্পিতভাবে কার্যকর ষড়যন্ত্র' বলছেন! তিনি কি বলতে পারতেন না, এটি তরুণদের ক্ষোভের বহিঃপ্রকাশ?” তিনি আরও লেখেন,“সেপ্টেম্বর ৮ থেকে ১২ পর্যন্ত সংঘটিত অপরাধমূলক কর্মকাণ্ডের বিচার না করে, ইনডেমনিটি আইনও করলেন না! নিজের কম্পানির নামে লাইসেন্স নিলেন না, বিশ্ববিদ্যালয় বানালেন না, ট্যাক্স মওকুফ করলেন না—এমনকি কোনো আন্দোলনকারীকে মন্ত্রিসভাতেও নিলেন না!” সবশেষে শাওন লেখেন:“এজন্যই নেপালের কপালে ‘নোবেল’ নেই।” যদিও তিনি কোথাও সরাসরি বাংলাদেশের নাম উল্লেখ...