রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় মো. রোহান (১৪) নামে আরও এক শিক্ষার্থীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এ নিয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে ২৬ জনকে ছাড়পত্র দেওয়া হলো। এই হাসপাতালে এখনো ১০ জন ভর্তি রয়েছেন। যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় এ হাসপাতালে ২০ জন মারা গেছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন। তিনি বলেন, শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় আজ দুপুরে রোহান নামের এক শিক্ষার্থীকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তার শরীরের ৪০ শতাংশ দগ্ধ ছিল। রোহান মাইলস্টোনের...