মেহেরপুরে দিন দিন কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ দৃশ্যমানভাবে বাড়ছে। ছোট উদ্যোক্তা প্রকল্প, এনজিও, শিক্ষা প্রতিষ্ঠান ও কৃষিভিত্তিক কাজেও নারীরা আগের তুলনায় বেশি অংশ নিচ্ছেন। বিশেষ করে গ্রামীণ নারীদের মধ্যেও অর্থনৈতিক স্বাবলম্বী হওয়ার চেষ্টা এখন স্পষ্ট। এক সময় ছিল, নারীরা যখন ঘরের বাইরে এক পা রাখলেই সমাজ তাদের তিরস্কারের চোখে দেখত। সেই নারীরা আজ নারী উদ্যোক্তা, নারী কৃষক, নার্স ও শিক্ষকসহ বিভিন্ন পেশায় অংশগ্রহণ করছে। এমনকি তারা ছুটে চলেছেন ধানক্ষেতে, ইটভাটায়, রাস্তা মেরামতের কাজেও। কৃষিকাজে পুরুষদের পাশাপাশি নারীরাও দেখাচ্ছে তাদের দক্ষতা। পেঁয়াজ, কচু, মরিচ তোলা ও বাছাইয়ে নারীদের অংশগ্রহণ পুরুষদের চেয়ে অনেক বেশি। এছাড়া নারীরা বিভিন্ন প্রতিষ্ঠান ও এনজিও থেকে প্রশিক্ষণ ও ক্ষুদ্রঋণ পেয়ে অনেক নারী হাঁস-মুরগি পালন, হস্তশিল্প ও অনলাইন ব্যবসায় যুক্ত হচ্ছেন। মেহেরপুর শহরের বাসস্ট্যান্ড এলাকার জান্নাত জারা বলেন, একটি...