নিহত ব্যক্তির নাম আনন্দ ঘোষ (৪৫)। তিনি সুধীর ঘোষের ছেলে ও একজন স্থানীয় ব্যবসায়ী। স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে বাড়ির ছাদের পানি পড়া নিয়ে আনন্দ ঘোষের সঙ্গে তার ভাই গৌরাঙ্গ ঘোষ (৫২), কালা ঘোষ (৫০) ও যুগল ঘোষ (৩০)-এর বিরোধ চলছিল। রোববার বৃষ্টির সময় এ নিয়ে ফের কথা কাটাকাটি শুরু হলে একপর্যায়ে তিন ভাই ও তাদের ছেলে নয়ন ঘোষ ও সৌরভ ঘোষ মিলে লাঠি দিয়ে আনন্দ ঘোষকে পিটিয়ে গুরুতর আহত করেন। পরে স্থানীয়রা দ্রুত তাকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে...