রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ৭টি হল সংসদে বিনা প্রতিদ্বন্দিতায় বিজয়ী হয়েছেন ৪২ প্রার্থী। বিজয়ীদের ৩৯ জন ৬টি ছাত্রী হলের এবং ৩ জন একটি ছাত্র হলের। এছাড়া ৪টি ছাত্রী হলে একটি করে পদে কোনো প্রার্থী পাওয়া যায়নি। রোববার (১৪ সেপ্টেম্বর) রাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান স্বাক্ষরিত চূড়ান্ত প্রার্থী তালিকা বিশ্লেষণ করে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। বিনা প্রতিদ্বন্দিতায় বিজয়ী হয়েছেন- রোকেয়া হল সংসদে ৯ জন, তাপসী রাবেয়া হলে ৩ জন, খালেদা জিয়া হলের ১০ জন, রহমতুন্নেসা হলের ৯ জন, জুলাই-৩৬ হলের ৭ জন, মুন্নুজান একজন এবং বিজয়-২৪ হলে ৩ জন। এ ছাড়া রোকেয়া হল, খালেদা জিয়া হল, রহমতুন্নেসা হল এবং জুলাই-৩৬ হল ছাত্রী সংসদে একটি করে পদ ফাঁকা রয়েছে। রোকেয়া হল সংসদের ৯টি পদে বিনা প্রতিদ্বন্দিতায়...