সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমকে কারণ দর্শানো নোটিস বা শোকজ করেছে আদালত। একটি ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপালসহ দুই শিক্ষককে বহিষ্কার করা নিয়ে রিটের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বিকালে সিলেট সদর আদালতের জ্যেষ্ঠ সহকারী জজ এ আদেশ জারি করেন বলে জানান আইনজীবী ইরশাদুল হক। তবে সোমবার বেলা ৩টার দিকে কারণ দর্শানো নোটিস জেলা প্রশাসকের কার্যালয়ে পৌঁছায়নি বলে জানিয়েছেন জেলা প্রশাসক সারওয়ার আলম। জেলা প্রশাসককে দেওয়া নোটিসে আদালত ১৫ দিনের মধ্যে লিখিত জবাব চেয়েছে বলে জানান আইনজীবী ইরশাদুল হক। এর আগে বুধবার নগরের ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠান দি সিলেট খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের (এসকেআইএসসি) গভর্নিং বডির সভাপতি ও জেলা প্রশাসক সারোয়ার আলম স্বাক্ষরিত চিঠিতে প্রতিষ্ঠানটির শিক্ষক আবেদা হক ও মো. রোকন উদ্দিনকে বহিষ্কার করা হয়। চিঠিতে বলা হয়, “সিলেট খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল...