জুলাই জাতীয় সনদের ভিত্তিতে সংসদ নির্বাচনসহ পাঁচ দাবিতে তিন দিনের বিক্ষোভ কর্মসূচি দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এসব দাবি আদায়ে কয়েকটি রাজনৈতিক দলের যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে সোমবার এ কর্মসূচি ঘোষণা করে দলটি। এদিন একই দাবিতে তিন দিনের বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ জামায়াতে ইসলামীও। আগামী সংসদ নির্বাচন কোন পদ্ধতিতে হবে, তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে কয়েক মাস ধরে যে বিরোধ চলছে, তা ক্রমেই স্পষ্ট হচ্ছে। জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি—এনসিপি ও ইসলামী আন্দোলনসহ কয়েকটি দল দাবি তুলেছে, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী সংসদ নির্বাচন আয়োজন করতে হবে। সংসদের উভয় পক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতির দাবিও তুলেছে তারা। অন্যদিকে বিএনপি ও বামপন্থি কয়েকটি দল পিআরসহ কিছু দাবির বিরোধিতা করছে। তারা সাংবিধানিক যেকোনো সংস্কার নির্বাচিত সংসদের মাধ্যমে করার কথা বলছে।...