ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোমবার সকালে কলকাতার ফোর্ট উইলিয়ামে আয়োজিত যৌথ সেনাপতি সম্মেলনে যোগ দেন। আগের দিন সন্ধ্যায়ই তিনি শহরে এসে পৌঁছান এবং প্রোটোকল অনুযায়ী রাত কাটান রাজভবনে। সোমবার সকাল ৯টা ২৫ মিনিটে রাজভবন থেকে বেরিয়ে তিনি যান ফোর্ট উইলিয়ামে, পাঁচ মিনিট পরেই পৌঁছে যান বিজয় দুর্গে। সকাল সাড়ে ৯টা থেকে টানা দুপুর ১টা পর্যন্ত তিনি অংশ নেন সম্মেলনে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, সিডিএস অনিল চৌহান, তিন বাহিনীর প্রধানসহ দেশীয় সেনা বাহিনীর উচ্চপর্যায়ের কর্মকর্তারা এ বৈঠকে উপস্থিত ছিলেন। সম্মেলনে মূলত আলোচিত হয় বাহিনীগুলোর মধ্যে পারস্পরিক সমন্বয়, প্রযুক্তিগত দিক থেকে আধুনিকীকরণ, এবং প্রাতিষ্ঠানিক সংস্কারের মতো গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিরক্ষামন্ত্রী ইতিমধ্যেই একদিন আগে কলকাতায় এসে ওঠেন ফোর্ট উইলিয়ামে। প্রধানমন্ত্রী মোদির সফরের বিশেষ দিক হলো এতে কোনও রাজনৈতিক কর্মসূচি নেই।...