১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৭ পিএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৭ পিএম সীমান্তবর্তী উখিয়া, টেকনাফ ও পার্বত্য এলাকার ২৭১ কিলোমিটার মিয়ানমার স্থলসীমান্ত ও অনির্ধারিত জলসীমান্ত জুড়ে মিয়ানমার থেকে পণ্য বিনিময়ের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ ইয়াবা, স্বর্ণ, ক্রিস্টাল মেথ এবং বাংলাদেশ থেকে চোরাপথে যাচ্ছে ভর্তুকিপ্রাপ্ত সার, নির্মাণসামগ্রী, সিমেন্ট, টাইলস, ভোজ্যতেল, বিভিন্ন প্রকার ভোগ্যপণ্য, বিস্কুট, মুড়ি, চানাচুর, চিপস প্রভৃতি। মিয়ানমার সীমান্ত দিয়ে অভিনব কৌশলে মাদকদ্রব্য বাংলাদেশে প্রবেশ করছে, যার বিনিময়ে দেশ থেকে পাচার হচ্ছে খাদ্য, নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী, জীবনরক্ষাকারী ওষুধ, নির্মাণসামগ্রী এবং বাংলাদেশের কৃষকের জন্য ভর্তুকি দেওয়া সার ও কীটনাশক। আরাকান রাজ্যে আরাকান আর্মি (এএ)-এর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর ক্ষণে ক্ষণে যুদ্ধাবস্থা বিরাজমান থাকায় আরাকান আর্মির কাছে খাদ্য সংকট, অর্থসংকট তীব্র হয়ে উঠছে। অন্যদিকে আরাকান রাজ্যে গড়ে ওঠা শতাধিক ইয়াবা কারখানা তাদের নিয়ন্ত্রণে থাকায় এখন তারা...