মানিকগঞ্জের শিবালয়ে দশম শ্রেণির এক শিক্ষার্থীকে উত্ত্যক্তের সময় জনতার হাতে আটক ৫ বখাটেকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়। আটককৃতরা হলো—সাতুরিয়া গ্রামের পান্নুর ছেলে ইমরান শেখ (২৩), একই গ্রামের আলী চানের ছেলে আশিক (২৪), চর ধুবুলিয়া বিষ খাঁর ছেলে ইয়াছিন শেখ (২২) ও ভাঙ্গা বাড়ি গ্রামের আজাহার আলীর ছেলে ফরিদ শেখ (২০)। অভিযোগ সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে কোচিং শেষে ষাইটঘর তেওতা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী তার সহপাঠীসহ বাড়ি ফেরার পথে উপজেলার তেওতা ইউনিয়নের বটতলা মোড়ে প্রি-ক্যাডেট স্কুলের সামনে পৌঁছলে বখাটেরা তাদের পথরোধ করে। এ সময়...