১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৮ পিএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৮ পিএম ২৪তম সিজেএফবি পারফর্মেন্স অ্যাওয়ার্ড ঘোষণা করল কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ।গতকাল ( ১৪ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল শেরাটনে আয়োজিত এক সংবাদ সন্মেলনে আনুষ্ঠানিক ঘোষণা দেন সিজেএফবি’র টাইটেল স্পন্সর একুশে টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও এমডি তাসনোভা মাহবুব সালাম। এসময় ২৪তম পুরস্কারের লোগো উন্মোচন করেন খ্যাতিম্যান সঙ্গীত তারকা বেবী নাজনীন এবং একুশে টিভির চেয়ারম্যান আবদুস সালাম। অনুষ্ঠানের শুরুতে সদ্য প্রয়াত লালনগীতির খ্যাতিমান শিল্পী ফরিদা পারভীন স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরবর্তীতে সংগঠনের সভাপতি এনাম সরকার জানান, আগামী ১৭ অক্টোবর বাংলাদেশ চীন মৈত্রী সন্মেলন কেন্দ্রের হল অব ফেম-এ অনুষ্ঠিত হবে ২৪তম সিজেএফবি পারফর্মেন্স অ্যাওয়ার্ড। অন্যান্য বছরের ন্যায় এবারও বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠানের প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানান সংগঠনের প্রধান উপদেষ্টা তামিম...