খুলনার কয়রায় প্রায় ১০৩ কেজি হরিণের মাংস, মাথা এবং হরিণ শিকারের ফাঁদসহ মিজানুর রহমান নামের এক ব্যক্তিকে আটক করেছে কোস্ট গার্ড। আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটক হওয়া মিজানুর রহমানের বাড়ি কয়রা উপজেলার আংটিহারা গ্রামে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার দিনগত রাত ১টার দিকে কয়রার কোস্ট গার্ড স্টেশনের একটি দল উপজেলার ছোট আংটিহারা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে ওই এলাকা থেকে ১০৩ কেজি হরিণের মাংস, একটি হরিণের মাথা এবং হরিণ শিকারের প্রায় ৩০০ মিটারের ফাঁদসহ মিজানুর রহমানকে আটক করা হয়। এতে...