রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে ক্লাসরুমে প্রচারণা চালিয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী নাফিউল ইসলাম জীবন। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলা ভবনে আরবি বিভাগের ৩০৬নং রুমে তাকে প্রচারণা চালাতে দেখা যায়। রাকসু নির্বাচনের প্রচার-প্রচারণা আচরণবিধির ধারা ৪/ঝ-তে উল্লেখ আছে, ‘অ্যাকাডেমিক ভবনের অভ্যন্তরে মিছিল/সমাবেশ করা এবং শ্রেণিকক্ষের অভ্যন্তরে কোনো নির্বাচনী প্রচারণা চালানো যাবে না।’ এদিকে শ্রেণিকক্ষের অভ্যন্তরে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধ থাকা সত্ত্বেও রাকসু নির্বাচনে একজন জিএস পদপ্রার্থী কীভাবে রুমে প্রচারণা করে এ নিয়ে সমালোচনা করছেন অন্যান্য প্রার্থীরা। এ বিষয়ে জানতে চাইলে ছাত্রদলের জিএস পদপ্রার্থী নাফিউল ইসলাম জীবন বলেন, ‘আমি আরবি বিভাগের শিক্ষার্থী। আমার বিভাগের জুনিয়রদের সঙ্গে বাইরে একটু কথা বলতে চেয়েছিলাম। তারা জানাল...