তিনি আরও বলেন, পরে ঘটনাটি জানাজানি হওয়ার ভয়ে তরুণীকে শ্বাসরোধে হত্যা করে মরদেহ গুমের উদ্দেশ্যে খালের পানির নিচে বেঁধে রাখেন আসামিরা। পরদিন ২৯ জুলাই বিকেলে স্থানীয় শিলনিয়া খাল থেকে খাদিজার মরদেহ উদ্ধার করে পুলিশ।মোখলেচুর রহমান বলেন, নিহতের মামা হিজলা থানায় মামলা করেন। মামলার তদন্তে আসামি কবীর আকন ও জব্বার বেপারীর বিরুদ্ধে জড়িত থাকার প্রমাণ পেয়ে তাদের গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করে পুলিশ। তদন্ত শেষে দুজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়। এরপর ১৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার এ রায় ঘোষণা করেন আদালত। মোখলেচুর রহমান বলেন, নিহতের মামা হিজলা থানায় মামলা করেন।...