বার্নলির পুরোপুরি রক্ষণাত্মক কৌশলের সামনে টানা আক্রমণ করেও সুবিধা করতে পারছিল না লিভারপুল। সময় ফুরিয়ে যাচ্ছিল, পয়েন্ট হারানোর শঙ্কা পেয়ে বসেছিল কোচ আর্না স্লটের মনে। ভীষণ কঠিন সেই মুহূর্তে দলকে উচ্ছ্বাসে ভাসান মোহামেদ সালাহ। ভাগ্যের জোরেই তা সম্ভব হয়েছে বলে মনে করেন অ্যানফিল্ডে অভিষেক মৌসুমেই দলকে লিগ শিরোপা জেতানো কোচ। প্রতিপক্ষের মাঠে রোববার প্রিমিয়ার লিগের ম্যাচে প্রথম মিনিট থেকেই আক্রমণে ঝাঁপিয়ে পড়ে লিভারপুল। চলতে থাকে একেবারে শেষ পর্যন্ত। তবে বার্নলি পুরোপুরি রক্ষণাত্মক কৌশল নেওয়ায় আক্রমণে বেশ ভুগতেও হয় তাদের। পরিসংখ্যানেও চিত্রটা স্পষ্ট; ৮০ শতাংশের বেশি সময় বল দখলে রেখে গোলের জন্য ২৭টি শট নেয় লিভারপুল, যদিও এর কেবল চারটিই লক্ষ্যে রাখতে পারে তারা। বিপরীতে বার্নলি তিনটি মাত্র শট নিয়ে একটিও লক্ষ্যে রাখতে পারেনি। ৮৪তম মিনিটে বার্নলির ফরাসি মিডফিল্ডার লেসলি উগুচুকয়ু...