মানিকগঞ্জের শিবালয় উপজেলাতে এক দশম শ্রেণির শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার অভিযোগে পাঁচজন যুবককে স্থানীয় জনতা আটক করে পুলিশের হেফাজতে দিয়েছে। ঘটনা ঘটে রবিবার বিকেলে তেওতা ইউনিয়নের বটতলা মোড়ে। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। আটকরা হলেন- সাতুরিয়া গ্রামের পান্নুর ছেলে ইমরান শেখ (২৩), একই গ্রামের আলী চানের ছেলে আশিক (২৪), চর ধুবুলিয়া বিষ খাঁর ছেলে ইয়াছিন শেখ (২২) এবং ভাঙ্গা বাড়ি গ্রামের আজাহার আলীর ছেলে ফরিদ শেখ (২০)। প্রতিবেশী সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে কোচিং শেষে ষষ্ঠ ঘরের শিক্ষার্থী তেওতা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী সহপাঠীর সঙ্গে বাড়ি ফিরছিল। পথিমধ্যে তেওতা ইউনিয়নের বটতলা মোড়ে প্রি-ক্যাডেট স্কুলের সামনে পৌঁছালে বখাটেরা তাদের পথরোধ করে। ওই সময় তারা শিক্ষার্থীর শরীরের ওড়না ও হাত ধরে টানাটানি করে মাটিতে ফেলে এবং যৌন হয়রানি...