ভারত গোপনে রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফেরত পাঠাচ্ছে বলে অভিযোগ উঠেছে। গত মে মাসে ৪০ জন রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারের তীরবর্তী সমুদ্রে ফেলে এসেছে ভারত কর্তৃপক্ষ। ওই রোহিঙ্গাদের পাঠানো অডিও বার্তা, তাদের স্বজনদের স্বাক্ষাৎকার, বিমান ও জাহাজ চলাচলের তথ্য ও মিয়ানমারের বাসিন্দাদের বরাত দিয়ে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। ২০১৭ সালে মিয়ানমারের জান্তা বাহিনীর জাতিগত নিধনের মুখে দেশ ছেড়ে পালায় রোহিঙ্গারা। এদের অধিকাংশ বাংলাদেশে এসে আশ্রয় নিলেও প্রায় ২০ হাজার রোহিঙ্গা ভারতে গিয়ে আশ্রয় নেয়। এখন সেই রোহিঙ্গা শরণার্থীদের গোপনে ভারত থেকে মিয়ানমারে পাঠিয়ে দিচ্ছে মোদি সরকার। গত ৬ মে নয়াদিল্লিতে ৪০ জন রোহিঙ্গা শরণার্থীকে নতুন পরিচয়পত্রের জন্য বায়োমেট্রিক তথ্য নেওয়ার কথা বলে ডেকে নিয়ে আটকে রাখে ভারত কর্তৃপক্ষ। এসময় তাদেরকে পরিবারের সঙ্গে কোন যোগাযোগ করতে দেওয়া হয় না।...