নোয়াখালীর হাতিয়া উপজেলার দক্ষিণে বঙ্গোপসাগরে মাছ ধরা এক ট্রলারে জলদস্যুদের হামলা ঘটেছে। এ ঘটনায় ২২ বছর বয়সী জেলে নিশান উদ্দিন অপহৃত হয়েছেন। রবিবার রাতে নিঝুমদ্বীপ ঘাটে ফেরার পর জেলেরা এই তথ্য জানান। অপহৃত নিশান উদ্দিন জাহাজমারা ইউনিয়নের ম্যাগপার্শ্বাণ গ্রামের সারু স্যারাঙের ছেলে। পুলিশ ও জেলেদের জানান, হামলার ঘটনা ঘটেছে শনিবার গভীর রাতে নিঝুমদ্বীপের দক্ষিণে। জলদস্যুরা ট্রলারের মাছ, জাল, জালানী তেলসহ অন্যান্য জিনিসপত্র লুট করে নিয়ে যায়। এ সময় ট্রলারের পাঁচ জেলে আহত হন। জেলেরা জানান, জামসেদ মাঝির ট্রলারটি শুক্রবার সাগরে মাছ শিকারে যায়, যেখানে ১৬ জন জেলে ছিলেন। শনিবার রাতেই হঠাৎ জলদস্যুরা তাদের আক্রমণ করে। লোহার রড ও লাঠি দিয়ে আঘাত করলে চারজন জেলে সাগরে লাফিয়ে পড়ে ভাসতে থাকে, পরে উদ্ধার করা হয়। একপর্যায়ে জলদস্যুরা ট্রলারের সব মালামাল লুট করে...