রাজনৈতিক কারণে দীর্ঘদিন দেশ দুটির মধ্যে চলছে উত্তপ্ত সম্পর্ক। ক্রিকেটও সেটির বাইরে নেই। এশিয়া কাপের এবারের আসর বসার কথা ছিল ভারতে, পাকিস্তান আসবে না বলে সেটি গেছে মধ্যপ্রাচ্যে। সেখানেও মিলছে না দুদলের মন! রোববার মাঠে গড়িয়েছিল দুদলের গ্রুপপর্বের ম্যাচে। হাইভোল্টেজ লড়াইয়ে ভারত একপেশে জয় তুলেছে। যেটি ছাপিয়ে গেছে পাকিস্তান খেলোয়াড়দের সাথে ভারতের খেলোয়াড়দের হাত না মেলানো বিতর্ক। ম্যাচের আগে-পরে প্রতিবেশিদের সঙ্গে হাত মেলাননি সূর্যকুমার-হার্দিকরা। ঘটনার জেরে আসছে শান্তির প্রসঙ্গও। দেখে নেয়া যাক আইন কী বলছে। গ্রুপপর্বের লড়াইয়ে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে রোববার টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নিয়েছিলেন পাকিস্তান অধিনায়ক সালমান আলি আঘা। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১২৭ রানের সংগ্রহ গড়ে দলটি। জবাবে ৭ উইকেট ও ২৫ বল হাতে রেখে জয়ে নোঙর করে ভারত। এই ম্যাচ ঘিরে এখন যত...