ফরিদপুরের সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ও পুরোনো সীমানা বহালের দাবিতে ভাঙ্গা থানায় গাড়ি ভাঙচুর ও উপজেলা পরিষদ কমপ্লেক্সের ভেতরে অবস্থিত নির্বাচন ভবনে আগুন দিয়েছে আন্দোলনকারীরা। আজ ১৫ সেপ্টেম্বর সোমবার সেখানে মহাসড়ক ও রেলপথও অবরোধ করে রেখেছে বিক্ষোভকারীরা। বেলা সাড়ে এগারটা থেকে এ অবস্থা চলছে বলে জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা। ঢাকা–বরিশাল ও ঢাকা–খুলনা মহাসড়কের দুই স্থানে মহাসড়ক অবরোধ করা হয়েছে। এসব সড়কে শত শত মানুষ বিক্ষোভ করে। সড়কেই কাঠ জড়ো করে আগুন দিতেও দেখা গেছে। এর ফলে ঢাকাসহ অন্তত ২০ টি জেলার সাথে ফরিদপুরের যান চলাচল বন্ধ রয়েছে। গণমাধ্যমের বিভিন্ন ভিডিওতে দেখা যায়, বিক্ষুব্ধ লোকজন ট্রাফিক পুলিশের কার্যালয় ও থানা কম্পাউন্ডের ভেতরে ঢুকে পড়ে। এসময় সেখানে থাকা পুলিশের বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেন তারা। তাদের হাতে লাঠি-সোটা দেখা যায়। গতকাল থেকেই আসন...