সুপ্রিম কোর্ট হেল্পলাইনে সারাদেশ থেকে এক বছরে আইনি সেবা পেয়েছেন ৩০৭২ জন বিচারপ্রার্থী। সোমবার (১৫ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছেন সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম। শফিকুল ইসলাম বলেন, প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নির্দেশক্রমে গত বছরের সেপ্টেম্বরে হেল্পলাইন চালু করে সুপ্রিম কোর্ট। একই সঙ্গে হেল্পলাইন নম্বরে হোয়াটসঅ্যাপ, অনলাইন অ্যাপ ও ইমেইল সার্ভিসও চালু কার হয়েছে। চালু করার পর থেকেই ৩১ আগস্ট পর্যন্ত সারাদেশ থেকে আইনি পরামর্শ, মামলা সম্পর্কিত তথ্য ও অভিযোগ দাখিল সংক্রান্ত মোট ৩০৭২টি কল আসে। আইনি পরামর্শ সেবা নিতে সারাদেশ থেকে ১৬৬৮ টি কল আসে। এছাড়া বিভিন্ন মামলার তথ্য জানতে চেয়ে ১১৫৭টি কল আসে। যার সবগুলো তথ্যই সেবাগ্রহীতাদের তাৎক্ষণিকভাবে দেওয়া হয়েছে। রাষ্ট্রের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও শাখার কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধান বিচারপতি বরাবর গত...