বাংলাদেশের একমাত্র প্রথম ফিফা নারী রেফারি হয়ে চারদিকে আলোড়ন ফেলেছিলেন জয়া চাকমা। শেষ দু’বছর অবশ্য ফিফা রেফারি ব্যাজ পরেননি। এবারও বছরের প্রথম পরীক্ষায় অংশ নেননি। চোটের কারণে আগেই অপারগতা জানিয়ে রেখেছেন। তাই সেপ্টেম্বরের শেষে জয়া বছরের নতুন করে পরীক্ষায় অংশ নেবেন কিনা সংশয় রয়েছে। তবে জয়ার বিকল্পও এসে পড়েছেন। তার উত্তরসূরি হওয়ার পথে সারাবান তহুরা! ৬ সেপ্টেম্বর ফিফা রেফারির ফিটনেস টেস্ট পরীক্ষায় তহুরা পাশ করেছেন। সেদিন আসেননি জয়া। সেপ্টেম্বরে শেষ সপ্তাহে আরেকবার পরীক্ষা হবে। সেই পরীক্ষায় জয়া অংশ না নিলে কিংবা অনুত্তীর্ণ হলে তহুরার নাম ফিফায় পাঠাবে বাফুফে। বাফুফের রেফারিজ কমিটির ডেপুটি চেয়ারম্যান সুজিত ব্যানার্জি চন্দন বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমাদের নারী ফিফা রেফারির কোটা একটা। জয়া প্রথম পরীক্ষায় আসেননি। পরবর্তী পরীক্ষায় অংশগ্রহণ করার কথা রয়েছে। উত্তীর্ণ হলে তখন তহুরা ও...