বর্তমানে পর্দায় সেভাবে দেখা না গেলেও সোশ্যাল মিডিয়ায় সব সময়ই সরব মেহের আফরোজ শাওন। প্রায়ই বিভিন্ন ইস্যুতে কথা বলেন তিনি। শোবিজ অঙ্গন হোক বা রাজনীতি, শাওনকে প্রায়ই লিখতে দেখা যায় ফেসবুকে। এবার তিনি লিখলেন নেপালের প্রেক্ষাপট নিয়ে। তবে, সরাসরি বাংলাদেশের কথা উল্লেখ না করলেও বাংলাদেশের সঙ্গে কিছু বিষয়ে তুলনা করে একরকম খোঁচাই দিলেন এ অভিনেত্রী। ফেসবুক পোস্টে শাওন লিখেন, নেপালের এই অন্তর্বর্তী সরকারকে মেনে নিতে পারছি না। সরকার প্রধান সুশীলা কার্কি নেপালের বিপ্লবকে ‘পরিকল্পিতভাবে কার্যকর ষড়যন্ত্র’ বলছেন! তিনি কি বলতে পারতেন না ‘এই লুটপাট-অগ্নিকাণ্ড-ভাঙচুর তরুণদের এতগুলো বছরের ক্ষোভের বহিঃপ্রকাশ’? এই আন্দোলনকারীরা কি তাঁর ‘নিয়োগকর্তা’ নয়? তিনি কি বাংলাদেশের কাছ থেকে কিছুই শিখেননি? শাওন আরও লেখেন, সেপ্টেম্বর ৮ থেকে ১২ পর্যন্ত সংঘটিত সব অপরাধমূলক কর্মকাণ্ডকে বিচারের আওতায় আনা যাবে না—তিনি কি...