ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীন চার বছর মেয়াদি ফাজিল স্নাতক (অনার্স) পরীক্ষার (২০২৩) ফল প্রকাশ করা হয়েছে। এতে পাসের হার ৯৫ দশমিক শূন্য ৫ শতাংশ। এ বছর পরীক্ষায় অংশ নেন ১১ হাজার ৩৫৪ জন পরীক্ষার্থী। তাদের মধ্যে পাস করেছেন ১০ হাজার ৭৫৭ জন। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শামছুল আলম আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন। এর আগে পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী উপাচার্যের কাছে পরীক্ষার ফলাফল হস্তান্তর করেন। ফল প্রকাশকালে উপাচার্য অধ্যাপক শামছুল আলম পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফল ও মানসম্মত শিক্ষাব্যবস্থা উপহার দেওয়া আমাদের দায়িত্ব ও আমানত। মাদরাসা শিক্ষাকে জাতীয়পর্যায়ে মডেল শিক্ষা ব্যবস্থায় রূপ দিতে সর্বাত্মক চেষ্টা অব্যাহত থাকবে। চলতি বছরেই ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সেশনজট ও সনদজটমুক্ত হবে। এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক...