১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৪ পিএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৪ পিএম যুক্তরাজ্যের প্রথম যুদ্ধ-পরবর্তী বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব সাসেক্স, যেটি ১৯৬১ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে বিশ্ববিদ্যালয়টি বাংলাদেশি শিক্ষার্থীদের স্নাতকোত্তর পড়াশোনার জন্য ৪,০০০ পাউন্ড বৃত্তির সুযোগ দিচ্ছে যার নাম "সাসেক্স বাংলাদেশ স্কলারশিপ"। সাসেক্সে বাংলাদেশি শিক্ষার্থীদের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ২০২৫ সালে বাংলাদেশ থেকে স্নাতকোত্তর আবেদন ২৭% বৃদ্ধি পেয়েছে এবং স্নাতকে ভর্তির হার বৃদ্ধি পেয়েছে ৫০%। এটি প্রমাণ করে যে, যুক্তরাজ্যের বিশ্বমানের গবেষণাভিত্তিক শিক্ষা এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত ডিগ্রির প্রতি বাংলাদেশের শিক্ষার্থীদের চাহিদা ক্রমশ বাড়ছে। বাংলাদেশে তাদের প্রাক্তন শিক্ষার্থীদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে সম্প্রতি ঢাকার শেরাটন হোটেলে একটি গেট-টুগেদারের আয়োজন করে সাসেক্স, যেখানে ৪০ জনেরও বেশি প্রাক্তন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে যেসব প্রাক্তনরা উপস্থিত ছিলো, তারা বর্তমানে দেশের জনপ্রশাসন, শিক্ষা ও শিল্প...