১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৭ পিএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৭ পিএম পূর্ব সুন্দরবনে ঘুরতে এসে কচিখালী ডিমের চরে নদীর স্রোতে ভেসে যাওয়া কিশোর মাহিত আব্দুল্লাহ (১৫)-এর ভাসমান মৃতদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে সাগর থেকে স্থানীয় জেলেরা মৃতদেহটি উদ্ধার করে। পরে সেটি কচিখালী কোস্টগার্ডের হেফাজতে রাখা হয় বলে বন বিভাগ জানিয়েছে। শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার মিজানুর রহমান জানান, শুক্রবার সকাল ১১টার দিকে পর্যটকদের অনেকেই ডিমের চরের নদীতে নেমে সাঁতার কাটছিলেন। এসময় ঢাকার চিকিৎসক ডা. সুলতান মাহমুদ তার চার ছেলেকে নিয়ে পানিতে নামেন। হঠাৎ জোয়ার আসায় প্রবল স্রোতে তার ছেলে মাহিত আব্দুল্লাহ চোখের সামনেই ভেসে যায়। তাৎক্ষণিকভাবে বনরক্ষী ও কোস্টগার্ড সদস্যরা উদ্ধার অভিযান শুরু করে। পরে কোস্টগার্ডের মোংলা সদর দপ্তরের ডুবুরি দলও তল্লাশি চালায়।...